Search This Blog

Saturday, August 21, 2021

কাজ আর রূপ

রূপের হাট-ই আসল হাট। মানুষ যদি না আবিষ্কার করত, এই দুনিয়ার বাঁচার আর কোন মজা থাকত না। ফুল তো বনে ফােটে। কিন্তু তাকে আমরা সাজিয়ে ফোটাতে চাই। তাই বাগান করি। রূপের নেশা থেকেই কাজের উৎপত্তি অথবা কাজ থেকে রূপের নেশার উৎপত্তি... আর কাজই সমস্ত সংসারকে চালিয়ে নিয়ে যাচ্ছে। কাজ আর রূপে মিতালি পাতিয়েই তো ইনসান এগোচ্ছে। যখন আর ওই দুই খোঁট একত্রে মেলাতে পারে না, তখনই মানুষ হয় ইবলিশ। মুনাফেকীর (ভন্ডামি) জন্ম সেইখানে। 

ক্রীতদাসের হাসি - শওকত ওসমান

No comments:

Post a Comment