Search This Blog

Saturday, August 21, 2021

নারী

নারীর বিবসনা হওয়ার প্রয়োজন আছে। কিন্তু সে কেবল প্রেমে। নারীর নির্লজ্জ হওয়ার অধিকার আছে; তা-ও শুধু প্রেমে। একটি মানুষ যার সান্নিধ্যে তার অস্তিত্ব অর্থবান হয় - তেমন মানুষের জন্যে। জমিন-দরদী দেহ্কান (চাষী) যেমন নহরের পানি নিজের জমিন জন্য বাঁধ দিয়ে বেঁধে রাখে, প্রেমিক-নারী তেমনই সমস্ত লজ্জা-সঙ্কোচ একটি হৃদয়ের জন্য  সঞ্চিত রাখে।

নারীর মূল্য অত সস্তা নয়। যে নারী বিশ্বের শ্রেষ্ঠ সৃষ্টি মানব-জাতির শিশুকে পৃথিবীতে আমন্ত্রণ দিয়ে আনে, যে নারী শাশ্বত মানবতার জননী- বসুন্ধরার অনন্ত অঙ্গীকার, সে অত সস্তা হয় না।


ক্রীতদাসের হাসি -- শওকত ওসমান

No comments:

Post a Comment